১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১০ ডিসে ২০২৪ ০৭:১২
সুরমাভিউ:- সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি, সাবেক পিপি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম বলেছেন, জাতিসংঘ মানবাধিকার সনদে দস্তখতকারী বাংলাদেশ। দেশের মৌলিক সমস্যা সমাধানে এখনই কাজ শুরু করতে হবে। দেশের মানুষ অন্ন, বস্ত্র, চিকিৎসা ও শিক্ষাখাতে রাষ্ট্রের স্বীকৃতি চায়, সংস্কার চায়, এটি বাংলাদেশের মানুষদের সাংবিধানিক অধিকার। একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে এ সব অধিকার নিশ্চিত এর সময় এখনই। যদি তা না করেন, তবে দেশের মানুষ তাদেরকে কখনো ক্ষমা করবে না। নতুন বাংলাদেশ বির্নিমানে সংস্কার যখন একটি রাষ্ট্রের কল্যাণে হাত দিয়েছেন, সেহেতু এ দেশের মানুষ এর মৌলিক দাবিগুলো পূরণ করতে হবে।
তিনি আরো বলেন, নতুবা পূজিবাদিরা শিক্ষা, চিকিৎসা, অন্ন ও বস্ত্র খাত নিয়ে তাদের ইচ্ছে মাফিক বাণিজ্য চালিয়ে যাবে। দেশের মানুষ হবে সুবিধা বঞ্চিত। দেশ হবে অকার্যকর। তাই কল্যাণকামী মানুষের স্বার্থে সঠিক দেশ প্রেমের মন্ত্রে উজ্জিবিত হয়ে মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা এ দেশের সাধারণ মানুষের মূল দাবি। গুম, খুন, একটি স্বাধীন দেশে কারো কাম্য নয়। বিগত দিনে যারা গুম, খুনের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে।
তিনি মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ ও জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিএমবিএফ সিলেট বিভাগ সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালী শুভেচ্ছা বক্তব্য দেন, বিএমবিএফ কেন্দ্রীয় মহাসচিব এস এম সাইফুর রেজা।
সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার এবং সিলেট জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব তারা মিয়া তালুকদারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ কে এম শমিউল আলম, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্ত্তী জুয়েল, ফুলকলি ফুড প্রোডাক্টস্ লিঃ এর ডিজিএম লেখক ও কলামিস্ট জসিম উদ্দিন খন্দকার, লালদিঘীর পাড় পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ আনোয়ার হোসেন, বিএমবিএফ সিলেট জেলা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি, বিএমবিএফ সিলেট বিভাগীয় সহ সভাপতি এম এ হান্নান, বিভাগীয় সহ সভাপতি দৈনিক খবরপত্র সিলেট ব্যুরো প্রধান, সিলেট প্রেসক্লাবের সদস্য এম এ মতিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএমবিএফ সিলেট বিভাগীয় সহ সভাপতি শ্যামল চৌধুরী, আলহাজ্ব ডা. এম এ রকিব, যুগ্ম সম্পাদক এডভোকেট মো. সাজ্জাদুর রহমান, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, মহিলা সম্পাদিকা শিরিন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা সভাপতি এম এ হান্নান, বিশ্বনাথ উপজেলা সভাপতি মধু মিয়া, জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আমানুর রহমান খান, আব্দুল কাইয়ুম লুলু কামালী, আবু তাহের। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট বিভাগের যুগ্ম সম্পাদক মো. খালেদ মিয়া এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল ওয়াদুদ ও গীতা পাঠ করেন মনোরঞ্জন তালুকদার। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766