১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১০ ডিসে ২০২৪ ০৪:১২
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তবে শিশু অবস্থায় আসা কিছু কাগজপত্রবিহীন অভিবাসীকে সহায়তার জন্য তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন। সংবাদমাধ্যম এনবিসির মিট দ্য প্রেসে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।
রোববার প্রচারিত এই সাক্ষাৎকারে ট্রাম্প আগামী ২০ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর অভিবাসন, জ্বালানি এবং অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করবেন বলে জানিয়েছেন।
২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমা করবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি। তাছাড়া, ইউক্রেইনকে সহায়তা দেওয়ার প্রসঙ্গেও ট্রাম্প কথা বলেছেন।
অভিবাসন প্রসঙ্গে ট্রাম্প এনবিসি-কে বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে তথাকথিত জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিলের চেষ্টা করবেন তিনি।
ট্রাম্প বলেন, নিয়ম বদলাতে হবে। নির্বাচনে কাগজপত্রহীন অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার প্রতিশ্রুতিও আবার ব্যক্ত করেন তিনি।Live TV streaming
তিনি বলেন, এই অভিবাসীদেরকে তাদের পরিবারের সদস্যদের-সহ ফেরত পাঠানো হবে। আমি চাই না পরিবার ভেঙে যাক। সুতরাং, পরিবার ভাঙতে না চাইলে একমাত্র পথ হচ্ছে, তাদেরকে একসঙ্গে রাখা এবং সবাইকে একযোগে নিজদেশে ফেরত পাঠানো।
২০২১ সালে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িতদের বিষয়ে ট্রাম্প বলেন, ক্ষমতা নেওয়ার প্রথম দিনেই তিনি সেই দাঙ্গায় জড়িতদের ক্ষমার দিকে নজর দেবেন।
ইউক্রেইন প্রসঙ্গে ট্রাম্প কিইভকে সহায়তা দেওয়া কমানো হতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766