১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১০ ডিসে ২০২৪ ০৭:১২
সুরমাভিউ:- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় এনসিএল টি-২০ ক্রিকেট লীগ ২০২৪-২৫ এর জার্সি উন্মোচন ও ক্যাপ্টেন মিট অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এনসিএল টি-২০ ক্রিকেট লীগের ৮টি দল সিলেট, ঢাকা, চট্রগ্রাম, রংপুর, বরিশাল, ঢাকা মেট্রো, রাজশাহী ও খুলনার ক্যাপ্টেনরা নিজেদের দল নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে লীগে অংশগ্রহণকারী দলগুলোর ক্যাপ্টেন ও অতিথিদের সাথে নিয়ে জার্সি উন্মোচন করা হয়। পরে তারা এক ফটো সেশনে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মাহমুদ করিম, টুর্ণামেন্টের কো-স্পন্সর ওয়ালটনের প্রতিনিধি রবিউল ইসলাম মিল্টন, ব্যাংকের সিলেটের জোনাল হেড আব্দুর রহিম দুয়ারী, টুর্ণামেন্টের সিলেট কো-অর্ডিনেটর ও ব্যাংকের আম্বরখানা শাখার ব্যবস্থাপক মো. কয়ছর খান, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ও বিসিবি কর্মকর্তা জয়দ্বীপ দাস, বিসিবির মিডিয়া কর্মকর্তা জাহিদ চৌধুরী, বিসিবির মিডিয়া কর্মকর্তা (সিলেট) আলী ওয়াসিকুজ্জামান অনি, ব্যাংকের প্রধান কার্যালয়ের এভিপি মো. জাহিদ মনির, সিলেট উপশহর শাখার ব্যবস্থাপক খাব্বাব চৌধুরীসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ওয়ালটন কোম্পানী ও আল-আরাফাহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিরা।
এনসিএল টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট ১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। খেলার টিকেট ব্যাংকের আম্বরখানা, জিন্দাবাজার, লালদিঘিরপাড়, শাহজালাল উপশহর ও দক্ষিণ সুরমা শাখা এবং লামাবাজার উপশাখায় পাওয়া যাবে। এনসিএল টি-২০ লীগ বাংলাদেশের টি-২০ খেলায় ভবিষ্যতে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766