১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ০৯ ডিসে ২০২৪ ০৮:১২
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। গ্রেফতারকৃতরা ৫ আগস্টের পর থেকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। পুলিশকে অবগত না করে অবস্থান পরিবর্তন করার দায়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তাদেরকে শিলং আদালতে তোলার কথা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভেকেট নাসির উদ্দিন খান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহসভাপতি আবদুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস হোসেন জুয়েল।
সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী ভারত পালিয়ে যান। তারা
সিলেটের পার্শ্ববর্তী ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে আশ্রয় নেন। এর মধ্যে কয়েকজন রাজনৈতিক নেতা ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনাও করেন।
সূত্র আরও জানায়, গ্রেফতার হওয়া চার নেতা পুলিশকে অবগত না করে শিলংয়ের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। কিন্তু তারা আইনভঙ্গ করে কলকাতায় গিয়ে আশ্রয় নেন। শিলং পুলিশ তাদের অবস্থানে খোঁজ নিয়ে না পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করে।
সূত্র আরও জানায়, অবৈধভাবে অবস্থানকারী ওই চারনেতাসহ এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে। অবস্থানের বৈধ কাগজপত্র থাকায় পুলিশ পরে ওই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেয়। মঙ্গলবার গ্রেফতারকৃতদের শিলং আদালতে তোলার কথা রয়েছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766