সড়ক দুর্ঘটনায় গুরুতর অসুস্থ প্রভাষক দেবব্রত ভট্টাচার্য্যরে শয্যাপাশে নেতৃবৃন্দ

প্রকাশিত:সোমবার, ০৯ ডিসে ২০২৪ ১০:১২

সড়ক দুর্ঘটনায় গুরুতর অসুস্থ প্রভাষক দেবব্রত ভট্টাচার্য্যরে শয্যাপাশে নেতৃবৃন্দ

সুরমাভিউ:-  বিয়ানীবাজার সরকারি কলেজের গণিতের প্রভাষক দেবব্রত ভট্টাচার্য্য গত ৩০ অক্টোবর সিলেট নগরী থেকে কলেজে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে গুরুতর আহত হন। তাঁকে বাঁচাতে পরিবারের পক্ষ থেকে ঢাকার একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা চলে।

ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়ার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দেবব্রত ভট্টাচার্য্যকে তার পরিবার অপারগ হয়ে সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ বাসায় নিয়ে আসেন। বাসায় রেখে সীমিত পরিসরে ফিজিও থেরাপী সহ চিকিৎসা চলছে।

গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় সিলেটের বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনের ঐকান্তিক প্রচেষ্টায় দেবব্রত ভট্টাচার্য্যরে চিকিৎসার জন্য তাঁর মা মাধবী ভট্টাচার্য্যরে হাতে দেশ-বিদেশ থেকে সংগৃহীত ৮৪ হাজার ১১০ টাকা তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভাপতি বিনয় ভূষণ তালুকদার, সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার দ্বীপক কুমার দাশ, কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সভাপতি বেনু ভূষণ দাশ, সমাজ হিতৈষী কমল চক্রবর্তী, সমাজকর্মী বিপ্লব চক্রবর্তী প্রমুখ।

নেতৃবৃন্দ এ সময় তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং অসহায় পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ সিলেটের দানশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহবান জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ