১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ০৯ ডিসে ২০২৪ ০৭:১২
স্টাফ রিপোর্টার:- এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায়২০২৪ অংশগ্রহণ করে বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা শহরের ফারিহা একাডেমির ৬ শিক্ষার্থী।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-অথৈ তালুকদার দিঘী, ঐশী চক্রবর্ত্তী, চিন্ময় রায় মুগ্ধ, নন্দিতা চক্রবর্ত্তী শ্রুতি, তোরা তালুকদার ও মুগ্ধতা মিনারা চৌধুরী।
শুক্রবার প্রকাশিত এম এ মান্নান মেধাবৃত্তির ফল প্রকাশিত হলে ফারিহ একাডেমির এই ৬ শিক্ষার্থী মেধা বৃত্তি পাওয়াতে বিদ্যালয়পর সহপাঠীরা ও আনন্দিত।
ফারিহা একাডেমির অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, ফারিহা একাডেমির ৬ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ায় আমরা খুবই আনন্দিত। শিক্ষার্থীদের এমন সাফল্যের পিছনে বেশি অবদান আমাদের প্রতিষ্ঠানের সুদক্ষ পরিশ্রমী শিক্ষক-শিক্ষিকাবৃন্দের। এছাড়া আমাদের শিক্ষার্থীদের সচেতন অভিভাবকবৃন্দও পড়াশোনার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত এম এ মান্নান প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল গত শুক্রবার প্রকাশিত হয়। জেলার শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ৭৪১ জন শিক্ষার্থী অংশ নেন। এরমধ্যে মধ্যে দুইটি গ্রেডে ৭৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766