নিত্য দিনের দ্রব্যসহ যেকোনো পণ্যের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি হলে প্রয়োজন ছাড়া অতিরিক্ত পণ্য ক্রয় করা থেকে বিরত থাকার আহবান

প্রকাশিত:সোমবার, ০৯ ডিসে ২০২৪ ০৫:১২

নিত্য দিনের দ্রব্যসহ যেকোনো পণ্যের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি হলে প্রয়োজন ছাড়া অতিরিক্ত পণ্য ক্রয় করা থেকে বিরত থাকার আহবান

সুরমাভিউ:-  বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (০৬ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ৩০তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট ও অনাকাঙ্খিত অজুহাতে মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করা হয়। এনিয়ে সভায় ব্যাপক আলোচনা করা হয় এবং সিন্ডিকেটবাজ ও অধিক মুনাফাখোরদের রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষনার দাবি জানানো হয়।

সভায় বক্তারা বলেন, সিন্ডিকেটবাজ ও অধিক মুনাফাখোরদের হাতে দেশের মানুষ জিম্মি হয়ে আছে। এদের হাত থেকে কোনোভাবেই রেহাই পাওয়া যাচ্ছে না। তারা বিভিন্ন সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ যেকোনো পণ্যের সংকট তৈরী করে মূল্যবৃদ্ধি করেই যাচ্ছে। আমাদের দেশে কোনো পণ্যের মূল্য বৃদ্ধি হলে সেই মূল্য আর কখনো কমে না। বিভিন্ন অজুহাত সৃষ্টি করে সিন্ডিকেটবাজ ও অধিক মুনাফাখোরদের খাদ্যদ্রব্য সহ বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি অব্যাহত। এরমধ্যে কৃত্রিম সংকট তৈরী করে হঠাৎ গপণ্যের মূল্য বৃদ্ধি করা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ যেকোনো পণ্যের সংকট ও মূল্যবৃদ্ধি করা হলে প্রয়োজন মাফিক ক্রয় করুন এবং অতিরিক্ত ক্রয় করা থেকে বিরত থাকার আহবান জানানো হয়।

বক্তারা আরো বলেন, লাগামহীনভাবে বেড়েই চলছে নিত্য পণ্যের দাম, ফলে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর সাধারণ মানুষ। বাজারে কোনোভাবেই পণ্যের দামে লাগাম টানা হচ্ছে না। হু হু করে বেড়েই চলছে। চাল থেকে শুরু করে ব্রয়লার মুরগি, ডিম, আদা-রসুন, চিনি বাড়তি দরে কিনতে হচ্ছে। এমনকি মাছ ও গরুর মাংসের দাম ক্রেতার নাগালের বাইরে চলে গেছে। বাজারে শীতকালীন সবজি থাকলেও, তারপরও আগের সেই চড়া দামেই বিক্রি হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেটবাজ ও অধিক মুনাফাখোরদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খানের পরিচালনায় ৩০তম সাপ্তাহিক সভায় সাংগঠনিক কর্মতৎপরতার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুয়েল আহমদ বক্ত তুষার, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, সহ-প্রচার সম্পাদক মোঃ সুহেল মিয়া, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, ধর্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান, যুবনেতা মোঃ শাহনুর আলী, নীলমনি কান্ত চন্দ ও আশাহীদ আলী আশা।

সভা থেকে আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪.১৫ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব দিবস-২০২৪ সফলে অগ্রণী ভূমিকা রাখায় সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্যে স্মারক প্রদান কর্মসূচীতে সংস্থাগুলোর নেতৃবৃন্দদের উপস্থিত আহবান জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ