মৌলভীবাজারের রাজনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৭

প্রকাশিত:শুক্রবার, ০৬ ডিসে ২০২৪ ০৯:১২

মৌলভীবাজারের রাজনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৭
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সোনাটিকী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই গুষ্ঠির রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনাস্থলে একজন  নিহত হন আহত হয়েছেন সাতজন।
৬ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় গ্রামের মৃত সৈয়দ তজমুল মিয়ার ছেলে সৈয়দ আব্দুল হাকিম বায়েছ ও তার ভাইদের সাথে সৈয়দ মহরম খানের ছেলে সৈয়দ মিছরাব খানের ভাইদের সাথে সংঘর্ষ সংগঠিত হলে সংঘর্ষে  এক পর্যায়ে দুই গুষ্টির মাধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে ঘটনাস্থলেই সৈয়দ মহরম খানের ছেলে সৈয়দ মিছরাব খান প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান।
 সংঘর্ষ চলাকালে আশপাশের গ্রাম থেকে লোকজন এসে তাদের শান্ত করার চেষ্টা করেন। সন্ধ্যায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।
আহত সাতজনকে চিকিৎসার জন্য তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি।
নিহত মিছরাব খানের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এব্যাপারে রাজনগর থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খুনের ঘটনাটি শুনেছেন এবং সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ