দিরাইয়ে সর্বদলীয় নাগরিক ঐক্য সেবা পরিষদ এর সভা

প্রকাশিত:বুধবার, ০৪ ডিসে ২০২৪ ০৯:১২

দিরাইয়ে সর্বদলীয় নাগরিক ঐক্য সেবা পরিষদ এর সভা

দিরাই প্রতিনিধি:-  দিরাই পিএফজির সদস্য শাহজাহান সিরাজ এর উদ্যোগে দিরাইয়ে নাগরিক সমাজ, সুশীল সমাজ এর প্রতিনিধিদের উপস্থিতিতে সমসাময়িক বিষয় নিয়ে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে দিরাই সর্বদলীয় নাগরিক ঐক্য সেবা পরিষদের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সংগঠনের আহবায়ক শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক মোতাহার মিয়া মোস্তাক এবং সদস্য মুসলেহ উদদীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান লাল মিয়া,দিরাই সরকারী কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম তালুকদার, সহকারী অধ্যাপক অঞ্জন দাস, দিরাই সরকারি ডিগ্রি কলেজ এর সহকারী প্রভাষক জাফর সিদ্দিকী, দিরাই প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোয়েব হাসান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা সর্দার রুমি, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মোখতার হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তি মুজিবুর রহমান মুজিব, সাংবাদিক তোফায়েল আহমেদ চৌধুরী, বাউল অসীম রায় চৌধুরী, কাজী সমিতির সাবেক সভাপতি ও সুশসনের জন্য নাগরিক সুজন দিরাই উপজেলা সাধারণ সম্পাদক কাজী নুরুল আজিজ চৌধুরী, সমাজ সেবক সুজাত আহমেদ চৌধুরী , যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী , সমাজকর্মী নেজাবুল ইসলাম , সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ দে , উদীচী শিল্পীর সাধারণ সম্পাদক অনুপম দাস , সাংবাদিক বদরুজ্জামান বদরুল, দিরাই রিপোর্টাস ইউনিটির সহ সভাপতি আল রাজী , প্রমুখ।

বক্তারা বলেন, দেশে সমসায়িক কিছু বিষয় নিয়ে একটি মহল সম্প্রদায়িক সংঘাত সৃষ্টির পায়তারা করছে। আমরা দিরাইর মানুষ সাসম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের এখানে রোজা এবং পুজা এক সাথে হওয়ার নজির আছে। আমরা আমদের সে সম্প্রীতি ধরে রাখতে চেষ্টা করবো। কেই সম্প্রীতি নষ্বট করতে চাইলে আমরা তা প্রতিহত করবো।

তারা বলেন, দিরাই বাসস্ট্যান্ডের যানজট নিরসনের জন্য দ্রুত বাসস্ট্যান্ড স্থানান্তর , চুরি ডাকাতি বন্ধের প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। হাওর রক্ষা ভাধের পি আই সি গঠনে নিরপেক্ষতার পাশাপাশি সঠিক কৃষকদের মধ্যে তদন্ত সাপেক্ষে পি আই সি বন্টন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পাদনের নিশ্চয়তা কামনা করেন। সরকারি খাস জমি নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে আধিপত্য বিস্তার করে মারামারি হানাহানি বন্ধে প্রশাসনের সার্বিক সহযোগিতায় কামনা করা হয়। সর্বাবস্থায় জনসাধারণের জান মালের নিরাপত্বার লক্ষ নিয়ে কাজ করার আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ