গ্রামীণ চিকিৎসকদের এক ছাতার নিচে নিয়ে আসতে কাজ করছে আরএমপিআইআই

প্রকাশিত:বুধবার, ০৪ ডিসে ২০২৪ ০৭:১২

গ্রামীণ চিকিৎসকদের এক ছাতার নিচে নিয়ে আসতে কাজ করছে আরএমপিআইআই

সুরমাভিউ:-  বাংলাদেশে অনিবন্ধিত গ্রামীণ চিকিৎসকদের সংগঠন আরএমপি ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট গ্রামীণ চিকিৎসকদের এক ছাতার নিচে নিয়ে আসতে কাজ করছে। একইসাথে গ্রামীণ ডাক্তারদের আধুনিক চিকিৎসা পরিসেবায় শিক্ষিত করে তোলতেও নানা কার্যক্রম পরিচালনা করছে তারা।

আরএমপিআইআই সূত্র জানায়, ইতোমধ্যে সরকারের কাছে গ্রামীণ চিকিৎসকদের নির্দিষ্ট সিলেবাস তৈরী করে প্রশিক্ষণ, প্রশংসাপত্র দেওয়া ও  সরকারিভাবে স্বাস্থ্য পরিসেবা কাজে লাগানোর বিষয়ে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। আরএমপি ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট পরিচালিত তালিকাভুক্ত চিকিৎসকদের স্বাস্থ্য পরিসেবা কোর্স এর মূল্যায়ন শেষ হয়েছে। আগামী ২০২৫ সালের জানুয়ারী থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রশিক্ষণ শুরু হবে। এর মাধ্যমে গ্রামীণ চিকিৎসকদের দক্ষতা ও একাডেমিক জ্ঞান বৃদ্ধি পাবে।

গ্রামীণ চিকিৎসকরা জানান, বিগত শাসকশ্রেণির তৈরি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২ এবং ২৯ ধারাগুলো আরএমপি চিকিৎসকদের বেলায় প্রয়োজ্য নয়। তারা ওষুধ ও প্রসাধনী আইন-২০২৩ মেনেই স্বাস্থ্য পরিসেবা কেন্দ্রে ওষুধ রাখবেন এবং আদালতের নির্দেশনা মেনেই ডাক্তারি করবেন।

গ্রামীণ চিকিৎসক ডা. এম এ বাশার বলেন, যাদের চোখে আমরা অবৈধ চিকিৎসক, আমরা আমাদের চেতনায় গ্রামীণ চিকিৎসক। এক শ্রেণীর পেশাজীবীদের দেওয়া বা শেখানো অসম্মান, অপমান ও ঘৃণার নাম ‘কোয়াক’, ‘হাতুড়ে’, ‘ঝোলাচ্ছাপ’, ‘নগ্নপদ’ ইত্যাদি সম্বোধনের খোলস ছেড়ে আরএমপি ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট এর নেতৃত্বে আদালতের নির্দেশে তারা হয়ে উঠেছেন ‘আরএমপি চিকিৎসক’। তারা গ্রামীণ এলাকার জনমানুষের চিকিৎসা দেবেন ও স্বাস্থ্য পরিষেবা পণ্য বিক্রি করবেন অন্যান্য বিক্রেতাদের থেকে অনেকটা আলাদা ভাবে, আলাদা মানসিকতায় ও আলাদা বৈজ্ঞানিক ভাবনায়।

গ্রামীণ চিকিৎসক মো. হেকমত আলী বলেন, বাংলাদেশের লাখো শিক্ষত যুবক বেকার রয়েছে। কর্মহীন এসব যুবকরা বিভিন্ন প্রশিক্ষণ ও কোর্স সম্পন্ন করে গ্রামীণ চিকিৎসক হয়ে দরিদ্র মানুষের সেবার পাশাপাশি দেশের আর্ত সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছে। ২০১১ সালের পূর্বে অনেকে গ্রামীণ চিকিৎসকদের বেআইনী ডাক্তার বলেছেন কিন্তু এখন আদালতের রায়ে এরা হয়ে উঠেছেন বৈধ চিকিৎসক।

গ্রামীণ চিকিৎসকরা ইউনানী ও আয়ুর্বেদিক এবং অন্যান্য বিকল্প চিকিৎসা পদ্ধতির বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করে বলেন, বিকল্প চিকিৎসা ব্যবস্থা হিসেবে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে ব্যাপকভাবে প্রসারিত হওয়ার সুযোগ রয়েছে। এর মাধ্যমে কম খরচে ও সহজলভ্যভাবে মৌলিক অধিকার চিকিৎসা সেবা পাবে দেশের আপামর জনসাধারণ।

এ সংক্রান্ত আরও সংবাদ