ছাতকে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আরিফ উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।
সোমবার (২ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রাম সংলগ্ন ক্ষেতের জমিতে রশি দিয়ে গরু বাঁধাকে কেন্দ্র করে মৃত সাহেব আলীর ছেলে আরিফ উদ্দিন ও মৃত উস্তার আলীর ছেলে আখলুছ আলীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন লোক আহত হয়। গুরুতর আহত আরিফ উদ্দিনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, আরিফ উদ্দিনের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে বিকেলেই প্রতিপক্ষের লোকজনরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ছাতক থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সংঘর্ষে আহত আরিফ উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান।