১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ০২ ডিসে ২০২৪ ০৯:১২
সুরমাভিউ:- গণপূর্ত বিভাগ সিলেট এর নির্বাহী প্রকোশলী মোঃ আবু জাফর বলেছেন, সুন্দর সমাজ বিনির্মাণে ইমাম ও খতিবদের প্রশংসনীয় ভূমিকা রয়েছে। তাদের মাধ্যমেই একটি দেশ ও জাতি কল্যাণকর দিক নির্দেশনা লাভ করে থাকে। তাই সরকার ইমামদের যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলছে। ইসলামিক ফাউন্ডেশনের অধীনে প্রশিক্ষণ নিয়ে ইমামরা দ্বীনি কর্মকান্ডে নেতৃত্বদানের পাশাপাশি সমাজে সচেনতা সৃষ্টি করে যাচ্ছেন।
তিনি সোমবার দুপুরে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেট বিভাগীয় কেন্দ্রে সাত জেলার ১১৬৪তম ব্যাচের ইমামদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক শাহ নজরুল ইসলামের সভাপতিত্বে সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী মুফতি মাহফুজ বিনতে কেফায়াত। স্বাগত বক্তব্য রাখেন, ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের সমাজ বিজ্ঞান প্রশিক্ষক মোঃ আনোয়ারুল কাদির। হামদে বারী তায়ালা পরিবেশন করেন মাওলানা কাশেমুল হক।
একাডেমির হিসাব রক্ষক সৈয়দ ফখরুল ইসলামের পরিচলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নরসিংদী ক্লাস মনিটর মুফতি আবু বকর সিদ্দিক, বি.বাড়িয়া জেলা মনিটর মুফতি মনির হুসাইন ও সিলেট চীফ মনিটর মাওলানা মোঃ জিয়াউল হক।
উল্লেখ্য, ৪৫ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ইসলামিয়াত, প্রাথমিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও গণশিক্ষা, কৃষি ও বনায়ন, প্রাণিসম্পদ পালন ও মৎস্য চাষ, বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি, পরিবেশ ও সামাজিক উন্নয়ন, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম ও পরিচিতি এবং ব্যবহারিক/ মৌখিকের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766