রবিবার সকালে জাগরণী চক্র ফাউন্ডেশনের বাস্তবায়নে ও ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে লেট আস লার্ন প্রকল্প পরিচালক হিমাদ্রি প্রসাদ মিস্ত্রী প্রকল্পের কাজ সম্পর্কে উপস্থাপন করেন।
এসময় তিনি বলেন, এই প্রকল্পের আওতায় অটো মেকানিক্স, মোবাইল মেকানিক্স ও ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে দক্ষ করে গড়ে তুলতে কাজ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে কিশোর কিশোরীকে কাজের দক্ষতা বৃদ্ধি করে আত্নকর্মসংস্থান তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, সুনামগঞ্জের হাওরাঞ্চলে জেলার জন্য এই প্রকল্পের কাজ খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে প্রকল্পের কাজ করতে পারলে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করবে।
এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ছাব্বির আহমেদ আকুঞ্জি, অতিরিক্ত জেলা প্রশাসক বিরোধা রানী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহাবুব জামাল, ব্রাকের জেলা প্রতিনিধি একে আজাদ প্রমুখ।