২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২৯ নভে ২০২৪ ০৩:১১
সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জের ছাতকে ডাকাত সন্দেহে অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ছাতক শহরের পেপার মিল রাস্তায় থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০টি ছুরি, ৩টি দা, ৫টি বল্লম, ৩টি শুরকী,৭টি নিগাড সহ একটি গাড়ি ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃৃতরা হলেন উপজেলার ছরমহল্লা ইউনিয়নের বল্লবপুর গ্রামের আব্দুস সালামের পুত্র জাহাঙ্গীর আলম ও তার ভাই রবিউল আলম। একই গ্রামের হামজার আলীর পুত্র মুরাদ আহমেদ, মনোফর আলীর পুত্র কোয়াজ আলী ও গাড়ী চালক আব্দুল মজিদ।
আটকের পর তাদেরকে ছাতক থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে। যৌথ বাহিনির অভিযানে অস্ত্রসহ ৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান।
অন্যদিকে অস্ত্র উদ্ধার সহ অপরাধ মুলক কার্যক্রম বন্ধে সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ক্যাপ্টেন সুয়েব আহমদ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766