২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৮ নভে ২০২৪ ০৬:১১
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে বহনকারী প্রাইভেটকারে ট্রাক চাপার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির।
বুধবার রাতে ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ২৭ নভেম্বর (বুধবার) আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে তাদের বহনকারী গাড়িকে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকটির চালক দাবি করেছেন এটি ময়মনসিংহ থেকে কক্সবাজারে মালামাল খালাসের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে, মালামাল খালাসের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য মেলেনি, যা ঘটনাটিকে ঘিরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো হত্যাচেষ্টা, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। ট্রাক চালকের অসংগতিপূর্ণ বক্তব্য এবং ঘটনাটি ঘটার প্রেক্ষাপট এ বিষয়টি আরও গুরুত্বসহকারে তদন্তের দাবি রাখে। শুধু তাই নয়, গণমাধ্যমসূত্রে জানা যায়, ঘাতক ট্রাকের মালিক একজন পালাতক আওয়ামী লীগ নেতা। তাই বিষয়টি আরও রহস্যময় হয়ে দাঁড়িয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের ওপর এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766