নিজস্ব প্রতিবেদক:- চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে সাধারণ ছাত্র জনতা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে প্রেসক্লাব মোড় চত্বরে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়, পরবর্তীতে চৌমুহনা পয়েন্টে গিয়ে তা সমাবেশে রূপ নেয়।
এতে বক্তব্য দেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সাহিত্য সম্পাদক মুস্তাকিম আহমদ, তালামিজে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলী রাব্বি রতন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সুমন ভুঁইয়া, নাকিব আহমদ মাহি,আহবাব আল হামিদি শাহ মিসবাহ, আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আহমদসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।