শ্রীমঙ্গলে বাসা থেকে অজগর সাপ উদ্ধার

প্রকাশিত:বুধবার, ২৭ নভে ২০২৪ ১০:১১

শ্রীমঙ্গলে বাসা থেকে অজগর সাপ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:-  শ্রীমঙ্গলে একটি বাসা থেকে অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৫ টায় শ্রীমঙ্গল উপজেলার  নওয়াগাঁও এলাকার মো: আব্দুল বাসিত এর বাসা  থেকে অজগর সাপটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
সজল দেব জানান,নওয়াগাঁও আব্দুল বাসিত এর বাড়িতে  ছোট বাচ্চারা সাপ দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করলে  এসময় এলাকাবাসি দা, লাঠি ও কুচা নিয়ে সাপটিকে মারার চেষ্টা করলে আব্দুল বাসিত এলাকাবাসিকে বাধা দিয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গলকে  খবর দিলে, ফাউন্ডেশনের পরিচালক সজল দেব অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর রাতেই অজগর সাপটিকে বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

এ সংক্রান্ত আরও সংবাদ