২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২৭ নভে ২০২৪ ০৭:১১
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:- হবিগঞ্জে হত্যা চেষ্টা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর)মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে চীফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্টেট দেলোয়ার হোসাইন এই আদেশ দেন। এসময় আতাউর রহমান সেলিম আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত সেলিমের আইনজীবী এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। সকাল ১১ টায় কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেলিমকে আদালতে আনা হয়।গত ৫ নভেম্বর হবিগঞ্জ আদালতে মো. রহিম মিয়া বাদি হয়ে সেলিমকে প্রধান আসামী করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে মুশাহিদ নামের একজনকে গুলি অভিযোগ করা হয়।এই মামলায় গত ১৭ নভেম্বর দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসাইন শ্যোন এরেস্ট দেখানোর আদেশ দেন।ছাত্র আন্দোলন চলাকালে গত ২ ও ৪ আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক আহমেদ ও রিপন শীল নামে দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলারও আসামি আতাউর রহমান।গত ১৭ সেপ্টেম্বর বিকেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ ও ৯ রাজধানীর ধানমন্ডি এলাকায় যৌথ অভিযান চালিয়ে সেলিমকে আটক করে। রাতেই তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় আনার পরদিন মোস্তাক হত্যা মামলায় আদালতে সোপর্দ করা হয়।ইতোমধ্যে সেলিমকে রিপন শীল ও মোস্তাক হত্যা মামলায় ২দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766