২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২৭ নভে ২০২৪ ১০:১১
সুরমাভিউ:- চট্টগ্রাম বারের আইনজীবী অ্যাড. সাইফুল ইসলাম আলিফ হত্যায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
বুধবার (২৭ নভেম্বর) বিকালে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মৃত্যুঞ্জর ধর ভোলা ও সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান বলেন, চট্টগ্রাম বারের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমিতির পক্ষ থেকে অ্যাড. আলিফের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অ্যাড. সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আগামী রোববার দুপুর ১২টায় মেন্দিবাগস্থ কর ভবনের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার সবিনয় অনুরোধ জানিয়েছেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766