১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২৪ নভে ২০২৪ ০৯:১১
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাজধানী ইসলামাবাদে বিক্ষোভের পরিকল্পনা করায় সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। বিক্ষোভ ঠেকাতে রাজধানীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।
ইমরান খান ১৩ নভেম্বর দেশব্যাপী ‘চূড়ান্ত আহ্বান’ নামে একটি আন্দোলনের ডাক দেন, যা ২৪ নভেম্বর শুরু করার পরিকল্পনা করা হয়। ভোট চুরি, অন্যায় গ্রেপ্তার, এবং সংবিধানের ২৬তম সংশোধনীর প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
সরকার এই কর্মসূচি ঠেকাতে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করলে আদালত পিটিআই-এর বিক্ষোভকে বেআইনি ঘোষণা করে। আদালত ফেডারেল সরকারকে রাজধানীতে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এবং জনজীবন যাতে ব্যাহত না হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।
তবে সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও খাইবার পাখতুনখোয়া থেকে মিছিলগুলো রবিবার সকালে ইসলামাবাদের দিকে রওনা দেয়। মিছিল ঠেকাতে হাসানাবদলের জিটি রোড এবং মোটরওয়েতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766