১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ১৫ নভে ২০২৪ ১২:১১
সম্প্রতি পিবিডি পডকাস্টকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকারের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ট্রাম্প বলেছেন— আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে এই দাবি সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ।
এক প্রতিবেদনে ফ্যাক্টওয়াচ জানিয়েছে, পিবিডি পডকাস্টকে দেয়া ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকারের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, এতে ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে ১৭ অক্টোবর ২০২৪ এ পিবিডি পডকাস্টকে দেয়া মূল স্বাক্ষাৎকারে নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতিকে এমন কিছুই বলতে শোনা যায়নি।
সেখানে মূলত তিনি যুক্তরাষ্ট্রের সীমান্ত সংকট, ভোটার আইডি আইন, রাজনীতিতে ট্রাম্পের অতীত অর্জন, বাইডেনের অধীনে অর্থনীতি এবং ব্যবসা সম্পর্কিত বক্তব্য দিয়েছিলেন। পাশাপাশি বারাক ওবামা, কমলা হ্যারিস এবং জনমত গঠনে মূলধারার মিডিয়ার ভূমিকা সম্পর্কে তার চিন্তাধারা সম্পর্কেও বলেছিলেন।
উল্লেখ্য, পিবিডি পডকাস্ট হচ্ছে ব্যবসা, বর্তমান ঘটনা, রাজনীতি এবং খেলাধুলা সম্পর্কিত একটি আলোচনা অনুষ্ঠান যার হোস্ট হচ্ছেন প্যাট্রিক বেট-ডেভিড। এই অনুষ্ঠানটি সপ্তাহে দুইবার অনুষ্ঠিত হয় যা ইউটিউব, ইন্সটাগ্রাম এবং এক্স থেকে সম্প্রচার করা হয়।
এরপরে ৩১ অক্টোবর ২০২৪ এ ডোনাল্ড ট্রাম্পের তার অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে করা একটি পোষ্ট খুঁজে পাওয়া যায়। সেখানে তিনি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপরে হওয়া অত্যাচার সম্পর্কে উদ্বেগ এবং নিন্দা প্রকাশ করেছেন। কিন্তু এর বাইরে নির্ভরযোগ্য অন্য কোনো মাধ্যম থেকে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যার মাধ্যমে এটা নিশ্চিত হওয়া যায় যে, ডোনাল্ড ট্রাম্প এখনও শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766