স্কলার্সহোম সিলেট নগরীকে শিক্ষার আলোয় আলোকিত করেছে : প্রো-ভিসি ড. মো. সাজেদুল করিম

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৪ নভে ২০২৪ ০৬:১১

স্কলার্সহোম সিলেট নগরীকে শিক্ষার আলোয় আলোকিত করেছে : প্রো-ভিসি ড. মো. সাজেদুল করিম

সুরমাভিউ:-  শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলার প্রফেসর ড. মো. সাজেদুল করিম বলেছেন, স্কলার্সহোম সিলেট নগরীকে শিক্ষার আলোয় আলোকিত করেছে। সেই আলোর ধারাবাহিকতায় বিগত জুলাই অভ্যুত্থানে স্কলার্সহোমের শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদেরকে মোবাইলসহ অন্যান্য আসক্তি থেকে দূরে রেখে বর্তমান সময়ের সর্বোচ্চ ব্যবহার করবে। বই পড়ার প্রতি মনোযোগী হবে। বই জ্ঞানের দরজা খুলে দেয়। নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য একাদশ-দ্বাদশ শ্রেণিতে যথাযথ পড়াশোনার উপর গুরুত্বারোপ করেন তিনি। স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশন সিলেটের ব্যুরো প্রধান ইকরামুল কবীর। কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল মুনীর আহমেদ কাদেরী (অব.) এর সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক কামরুল হক জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরীসহ অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রধান মোহাম্মদ জাহিদুল ইসলামের তত্ত্বাবধানে বছরজুড়ে কলেজের সার্বিক কার্যক্রমের উপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। আলোচনা পর্বের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক জনাব মো.মোস্তাফিজুর রহমান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া হোসেইন ও আনিসুর রহমান শাওন। নবাগতদের পক্ষ থেকে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী ঈশাদী ইসলাম ও তাহসিনা ফেরদৌস শোভা।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর স্কলার্সহোমকে সিলেট তথা বাংলাদেশের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে গভীর শ্রদ্ধাভরে প্রয়াত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকি (অব.) এর অবদান স্মরণ করেন। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামি দুই বছরে তোমরা যে পরিশ্রম করবে তার উপরই নির্ভর করবে ভবিষ্যতে কোন অবস্থানে যাবে তোমরা।

এদিকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মীনাক্ষী সাহার নির্দেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ