২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৪ নভে ২০২৪ ০৬:১১
সুরমাভিউ:- ‘সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গিকার’ স্লোগানকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ ডায়াবেটিস সমিতি অনুমোদিত গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে এস এস ফার্মেসীর সম্মুখ থেকে এ র্যালি বের হয়। র্যালিটি গোলাপগঞ্জ পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় ডায়াবেটিস প্রতিরোধে করণীয় সংক্রান্ত জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে বেলা ১১টায় উপজেলা ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকার মিশ্রপাড়ায় গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের পরিচালক ডা. শাহিন আহমেদ এর তত্ত্বাবধানে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি ডায়াবেটিস ক্যাম্পে প্রায় দেড়শতাধিক মানুষকে বিনামূল্যে ঔষধসহ ডায়াবেটিসের চিকিৎসা সেবা দেওয়া হয়।
এসময় র্যালি ও ক্যাম্পে উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম আব্দুর রহিম, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক, ইউপি সদস্য রেজাউল করিম রাজু, গোলাপগঞ্জ পৌরসভা কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক ছালিক আহমদ, সিলকো ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার মিল্লাদ হোসেন টিটু, গ্লোব ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার বিদ্যুৎ ভূষন দেব, আলামিন ফার্মেসীর স্বত্তাধীকারী জাবেদ আহমদ ও সমাজসেবক নজরুল ইসলাম মিজান।
এছাড়াও বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766