হাউজিং এস্টেট আবাসিক এলাকা জামে মসজিদের উদ্বোধন

প্রকাশিত:বুধবার, ১৩ নভে ২০২৪ ০৮:১১

হাউজিং এস্টেট আবাসিক এলাকা জামে মসজিদের উদ্বোধন

সুরমাভিউ:-  সিলেট নগরীর ৪নং ওয়ার্ডস্থ হাউজিং এস্টেট আবাসিক এলাকা জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে মসজিদ উদ্বোধন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিশিষ্ট মুরুব্বি হাজী চেরাগ উদ্দিনের সভাপতিত্বে ও ওলায়েত হোসেন লিটনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন মসজিদের উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি  রেজাউল হাসান কয়েস লোদী, মসজিদের মতোয়াল্লী হাসান চৌধুরী, মসজিদের ঈমাম ও খতিব  লিয়াকত হোসেন।

পরে দোয়ার মাধ্যমে মসজিদের উদ্বোধন করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম ও খতিব  লিয়াকত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন হাজী শফিক উদ্দিন আহমদ, এম এ বকর, এম এ বারী, প্রফেসর সৈয়দ একরামুল হক, আব্দুল মুইদ চৌধুরী, হাজী নজিব আলী, আব্দুর রকিব, ডা. আজিজুর রহমান, আজাদ খান, ফুয়াদ রব চৌধুরী, জাহিদুর রেজা চৌধুরী, আব্দুর রহিম, তোফায়েল আহমদ চৌধুরী, আহমদ মনির চৌধুরী, আশরাফ হোসেন আরমান, মিজান আহমদ, কফিল আহমদ, ওমর মাহবুব, আবিদ আহমদ রফি, সাদাদ, জুনেল আহমদ চৌধুরী, প্রকৌশলী জামিল আহমদ চৌধুরী রিজভী, জিল্লুর রহমান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ