হবিগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আটক

প্রকাশিত:মঙ্গলবার, ১২ নভে ২০২৪ ১০:১১

হবিগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আটক

নুরুজ্জামান ফারুকী নবীগঞ্জ:-  হবিগঞ্জে আন্তজেলা ডাকাত দলের সর্দার শিপন মিয়া (৩৫) কে আটক করেছে র‌্যাব-৯।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ র‌্যাব-৯ এর একটি দল সদর উপজেলার পশ্চিম ভাদৈ থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব জানায়, হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিল। সে বানিয়াচং উপজেলার চুতুরঙ রায়ের পাড়ার ইব্রাহিম মিয়ার পুত্র। রাতে তাকে চুনারুঘাট থানায় ডাকাতি মামলায় হস্তান্তর করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ