২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১২ নভে ২০২৪ ১০:১১
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:- হবিগঞ্জে ভোজ্যতেল ক্রয় বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর)সকাল ১০টায় শহরের স্থানীয় একটি হোটেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আক্তার খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট মুশতাক হাসান মুহাম্মদ ইফতিখার।
এসময় প্রধান অতিথি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আক্তার খান বলেন, একদিকে যেমন ক্যামিকেলের ড্রামে ভোজ্য তেল ব্যবহার করার ফলে ভোক্তা অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। অপরদিকে এসকল ড্রামের কারণে তেলের সাথে ক্যামিকেলের মিশ্রণ হয়ে মানব দেহের মারাত্মক ঝুকি বাড়ায়। তাই এক্ষেত্রে সকলকে সচেতন থাকতে হবে। পরে তিনি চৌধুরী বাজার এলাকায় বাজার মনিটরিং করা হয়। এসময় অতিরিক্ত দামে আলু বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766