জগন্নাথপুরে নতুন নির্বাহী অফিসার মো. বরকত উল্লাহ

প্রকাশিত:মঙ্গলবার, ১২ নভে ২০২৪ ০৮:১১

জগন্নাথপুরে নতুন নির্বাহী অফিসার মো. বরকত উল্লাহ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হিসেবে পদায়িত হয়েছেন মো. বরকত উল্লাহ। তিনি সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত।

৩৬তম বিসিএস কর্মকর্তা ও সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে ২২ এপ্রিল ২০২৪ তারিখে সহকারী কমিশনার হিসেবে যোগদান করে মো. বরকত উল্লাহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দুই দিনের মধ্যে জগন্নাথপুরে দায়িত্ব গ্রহণ করবেন।

এ ব্যাপারে মো. বরকত উল্লাহ সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার অর্ডার হয়েছে জগন্নাথপুর নির্বাহী কর্মকর্তা হিসেবে। এখনও রিলিজ পাইনি।