২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১০ নভে ২০২৪ ০৮:১১
রবিবার (১০ নভেম্বর) শাহবাগে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক সমাবেশে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ প্রশ্নে মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়ামী বিরোধী।
তিনি বলেন, আজকে ঢাকা জুড়ে আওয়ামী লীগের বিরুদ্ধে সভার সমাবেশগুলো এটাই প্রমাণ করে আওয়ামী লীগ প্রশ্নে মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়ামী বিরোধী। গণরুম, গেস্টরুম, চাঁদাবাজি এবং নির্যাতনের মাধ্যমে ছাত্রলীগ বিগত ১৬ বছর ছাত্রদের মানবাধিকার হরণে জড়িত ছিল। জুলাই-আগস্ট বিপ্লব তখনই পরিপূর্ণতা পাবে যখন এতগুলো গণহত্যার সঠিক বিচার এবং তদন্তের মাধ্যমে আওয়ামী লীগকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে।
সমাবেশে ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচার জনরোষের সামনে দেশ ছেড়ে পালিয়েছে। আজ ১০ নভেম্বর আজকের এই দিন স্বৈরাচার এরশাদ তিনজনকে হত্যা করে৷ তার মধ্যে একজন ছিল নুর ইসলাম। অথচ এই নুর ইসলাম যুবদলের কর্মী ছিল। নুর ইসলামের রক্তের ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগ বিগত ১৬ বছরে স্বৈরাচার হয়ে বসল।
তিনি আরও বলেন, শহীদেরা আমাদের পানে চেয়ে আছে তাদের ওপর হওয়া জুলুমের সঠিক বিচার হবে। ইনশাআল্লাহ হাসিনার বিচার এই বাংলার মাটিতেই হবে।
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনেরেল দেলোয়ার হোসেন বলেন, শাহবাগের ইতিহাস আপনারা সবাই জানেন এখানে প্রথমবারের মতো ইসলামবিরোধী শক্তি মব জাস্টিস তৈরি করে আমাদের মরহুম নেতাদের শহীদ করেছিল।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766