সিলেটে ছিনতাইয়ের চেষ্টাকালে ৪ জন গ্রেপ্তার

প্রকাশিত:শনিবার, ০৯ নভে ২০২৪ ০৯:১১

সিলেটে ছিনতাইয়ের চেষ্টাকালে ৪ জন গ্রেপ্তার

সিলেটে ছিনতাইয়ের চেষ্টাকালে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোর রাতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত ২ টি মোবাইল উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: গোলাপগঞ্জ উপজেলার এলাকার ঢাকাদক্ষিণের ফয়জুল ইসলামের ছেলে শাহীরুল ইসলাম জীবন (১৯), ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল, নোয়াপাড়া গ্রামের হাছনার আলীর ছেলে তানভীর হোসেন (১৮), একই গ্রামের লবি আহমদের ছেলে রিমন আহমদ (১৮) ও দত্তরাইল গ্রামের কামিল আহমদের ছেলে শাকিল আহমদ (১৯)।

জানা যায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী রেল স্টেশন গেইটের সামনে সংঘবদ্ধ হয়ে পথচারীদের আটক করে চাকু দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মোবাইল, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। এসময় টহলে থাকা এসআই এস.এম.সাইফুর রহমানের নেতৃত্বে শাহীরুল ইসলাম জীবন, তানভীর হোসেন ও রিমন আহমদ কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি চুরি উদ্ধার করা হয়। অপর আসামী শাকিল আহমদ কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ দত্তরাইল গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে পূর্বের ছিনতাইকৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা (নং-০৪/০৮.১১.২০২৪) দায়ের করে।

সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ