২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ০৯ নভে ২০২৪ ০৯:১১
সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলোচিত দিলোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-৯ ও শান্তিগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাহাঙ্গীর মিয়াকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর মিয়া শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাহতাব আলী ছেলে।
এদিকে জাহাঙ্গীরের গ্রেপ্তারের খবর পেয়ে শান্তিগঞ্জ থানা প্রাঙ্গনে জড়ো হন নিহত দিলোয়ার মিয়ার গ্রামের বাসিন্দারা। এসময় গ্রেপ্তারকৃত জাহাঙ্গীরের ফাঁসির দাবি এবং দিলোয়ার হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি করে করে স্লোগান দেন তারা।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর মধ্যরাতে সদরপুর নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হন তিন সন্তানের জনক দিলোয়ার হোসেন। এঘটনায় নিহত দিলোয়ারের স্ত্রীর দ্বিতীয় স্বামী জাহাঙ্গীর মিয়াকে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে নিহত দিলোয়ারের বড় ভাই আলী হোসেন বাদি হয়ে শান্তিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766