গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

প্রকাশিত:শনিবার, ০৯ নভে ২০২৪ ০৯:১১

গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
গোলাপগঞ্জ প্রতিনিধি:-  গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আজিজুল করিম রাব্বি (২০) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি পৌর এলাকার স্বরস্বতি গ্রামের শামীম আহমদের ছেলে। সে সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিল।

শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পৌর এলাকার স্বরস্বতি গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ