কানাইঘাটে গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত:শনিবার, ০৯ নভে ২০২৪ ১০:১১

কানাইঘাটে গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

সুরমাভিউ:-  ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির উদ্যোগে চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীদের মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা শনিবার (০৯নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় গাছবাড়ী আইডিয়্যালে ডিগ্রি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গাছবাড়ী মর্ডান একাডেমীর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সাবেক সভাপতি মাস্টার মাহমুদ হোসাইন, মাস্টার জালাল উদ্দীন, মাস্টার আব্দুল মতিন,মাওলানা আব্দুল মালিক, ওলিউর রহমান,আখতার হোসাইন,আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন,গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সভাপতি ডা: এনাম উদ্দিন, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, শিক্ষা সাহিত্য সম্পাদক আব্দুর রহিম, সিলেট অনলাইন প্রেসক্লাবের ট্রেজারার সাংবাদিক তাওহীদুল ইসলাম, শিক্ষক রিয়াজ উদ্দিন, মাহবুব আহমদ, সাইদুর রহমান নাবিলসহ সমিতির কার্যকারী ও সাধারণ পরিষদের অন্যান্যে সদস্যবৃন্দ।

পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা করা হয়।

সমিতির সভাপতি এনাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তারা বলেন, ১৯৮৪ সালে গাছবাড়ী সমিতির যাত্রা। এরপর থেকেই গাছবাড়ী অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে সমিতি৷ গাছবাড়ী মডার্ণ একাডেমি, গাছবাড়ী কলেজ, গাছবাড়ী বিদ্যুৎ,রাস্তাসহ সকল উন্নয়নের সূতিকাগার এই গাছবাড়ী সমিতি।
এ সময় সমিতির নেতৃবৃন্দ আগামীতে ৮ম শ্রেনীর মেধাভিত্তিক পরীক্ষা চালু করার পরিকল্পনার কথা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ