এসএসসি ও এইচএসসি কৃতী শিক্ষার্থীদের মেধা সংবর্ধনা দিলো-সিটি ফাউন্ডেশন, সিলেট

প্রকাশিত:শনিবার, ০৯ নভে ২০২৪ ১০:১১

এসএসসি ও এইচএসসি কৃতী শিক্ষার্থীদের মেধা সংবর্ধনা দিলো-সিটি ফাউন্ডেশন, সিলেট

সুরমাভিউ:-  সিলেট নগরীর ৮নং ওয়ার্ডস্থ সিটি ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ২৫০ জন কৃতি শিক্ষার্থীদের সিটি ফাউন্ডেশন মেধা সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ ৯ নভেম্বর, শনিবার বিকাল ৩ ঘটিকায় সিটি মডেল স্কুলের ২নং ক্যাম্পাস নোয়াপাড়ায় কৃতি শিক্ষার্থীদের মেধা সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অতিথিদের সম্মাননা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন এর সভাপতিত্বে ও বাংলাদেশ বেতারের আবৃত্তি শিল্পী ও উপস্থাপক প্রান্ত দাশের সঞ্চলনায়, সিটি ফাউন্ডেশন মেধা সংবর্ধনা ২০২৪ খ্রিস্টাব্দ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সরকারী কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক বিনয় ভূষণ চক্রবর্তী, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক বিধান কৃষ্ণ চক্রবর্তী, দিশারী স্কুল  এন্ড কলেজের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য্য, বিদ্যানিকেতন স্কুলের সহকারী প্রধান শিক্ষক অচিন্ত্য ভট্টাচার্য্য, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিমুল চক্রবর্তী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিটি মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ জুবেলী উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ঝলক চন্দ্র দাস।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে সিটি মডেল স্কুল কালচারাল একাডেমীর রাজমণি, আঁচল ও খাদিজা।

অনুষ্ঠান শেষে সিটি ফাউন্ডেশন, সিলেট এর পক্ষ থেকে ২৫০ জন কৃতি শিক্ষার্থীদের ও সম্মানিত অতিথিবৃন্দর হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন বলেন, বিগত বছরগুলোর ন্যায় এবারও আমাদের সংগঠনের উদ্যোগে সিলেটের বিভিন্ন স্কুল এন্ড কলেজ এবং মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছি। এছাড়া আমরা নানা রকম সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে থাকি। আশা করি আমরা আপনারা সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুশিক্ষিত সিলেট গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরোও বলেন এসকল মেধাবীরাই আত্মপ্রত্যয়ে গড়ে তোলবে আগামীর সম্ভাবনার বাংলাদেশ বলে মনে করে সিটি ফাউন্ডেশন, সিলেট।

এ সংক্রান্ত আরও সংবাদ