২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ০৮ নভে ২০২৪ ০৯:১১
সুরমাভিউ:- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেছেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।
৮ নভেম্বর শুক্রবার বিকেলে কানাইঘাট উপজেলার দিঘীরপার ইউনিয়নে দিঘীরপার যুব সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেন ‘আমাদেরকে খেলাধুলায় বেশি গুরুত্ব দিতে হবে। তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে। শরীর ও মনের সমন্বয় ও ব্যক্তিগত জীবনের উন্নতির স্বার্থেই আমাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের দিকে নজর দিতে হবে।
যুব সংগঠক নোমান চৌধুরীর সভাপতিত্বে ও একরামুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম শাহীন, সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ সংস্কৃতি সম্পাদক গিয়াস উদ্দিন, যুবদল নেতা রুবেল আহমদ, সড়কের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গোলাম রাব্বানী বুলবুল, ধনমাইরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজ আহমদ সুজন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা আব্দুল মানিক, নুরুল আম্বিয়া, আব্দুল্লাহ বাহার, আকরাম খান, ইমরান আহমদ, আলমগীর হুসেন প্রমুখ।
শেষে বিজয়ী চ্যাম্পিয়ান সেবুল একাদশ দলের কাছে প্রথম পুরস্কার বাই সাইকেল ও রানার্স আপ হারুন একাদশ দলের কাছে ২য় পুরস্কার ২৮ ইঞ্চি এলইডি টিভি প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766