২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৭ নভে ২০২৪ ০২:১১
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের লাকমা এলাকায় বিজিবি’র অভিযানে অবৈধ মালামাল জব্দ করা সহ এক চোরাকারবারিকে আটক করেছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বালিয়াঘাটা বিওপি’র সংলগ্ন লাকমা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সুত্রে জানাগেছে, বালিয়াঘাটা বিওপি’র কমান্ডার নায়েক ফরহাদ মিয়ার নেতৃত্বে একটি টহলদল উপজেলার টেকেরঘাট এলাকার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের সাজিনুর মিয়ার ছেলে মো. ফজলু শাহ (৩৪) কে আটক করেছে বিজিবি। এসময় তার সাথে থাকা ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন, একাধিক সিম কার্ড, একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে।
সুনামগঞ্জ-২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল একে. এম. জাকারিয়া কাদির নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766