জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদে অর্ধশতাধিক  উলামায়ে কেরামের যোগদান

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৭ নভে ২০২৪ ০৯:১১

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদে অর্ধশতাধিক  উলামায়ে কেরামের যোগদান

সুরমাভিউ:-  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (০৭ নভেম্বর) নগরীর দরগা গেইটস্থ কেমুসাস সাহিত্য আসর হল রুমে এক দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগরের দফতর সম্পাদক ক্বারী মাওলানা শহিদুল ইসলাম।

শাখা সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজ আসআদ উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান আজাদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুদ্দিন খান তানভীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ।

আরও বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন আনসারী, সহ সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সোবহান আব্বাসি, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ মুস্তাফী, সহ প্রশিক্ষণ সম্পাদক কে এম ফখরুল ইসলাম, বিমানবন্দর থানা শাখা সভাপতি মাওলানা আবুল হোসেন প্রমূখ।

দাওয়াতী সভায় সিলেট মহানগর আওতাধীন বিভিন্ন থানা শাখা থেকে আগত অর্ধশতাধিক উলামায়ে কেরাম সদস্য ফরম পূরণ করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদে যোগদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ