সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক কারবারি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ডালিয়া গ্রামের মোস্তফা মিয়ার পুত্র মোঃ মুসাদ উল্লাহ উরুফে মোশারফ (৩০)।
মঙ্গলবার(৫ নভেম্বর) বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্ত এলাকা পেকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কারবারিকে আটক করে পেকপাড়া বিওপির বিজিবি সদস্যরা।
বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোটরসাইকেল যোগে ১০পিচ ইয়াবা নিয়ে পেকপাড়া যাওয়ার পথে মোঃ মুসাদ উল্লাহ উরুফে মোশারফ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মোঃ মুসাদ উল্লাহ উরুফে মোশারফের হেফাজতে থাকা ১০ পিচ ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্ধ করা হয়।আটক মুসাদ উল্লাহ উরুফে মোশারফের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।