২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ০৬ নভে ২০২৪ ০৯:১১
দিরাই প্রতিনিধি:- দিরাই উপজেলা গন অধিকার পরিষদ থেকে গন পদত্যাগ শুরু।বিভিন্ন অনিয়ম দূর্নীতি, সেচ্ছাচারিতার অভিযোগ করে গন অধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন ৫ জন।
পদত্যাগকারী আমিনুল বলেন,কাগজে কলমে গন অধিকার পরিষদ হলেও,বাস্তবে এটা সাব্বির পরিষদ, সাব্বিরের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেয়া হয়না,অথচ সাব্বির জেলা বা উপজেলা কমিটির কোনো সদস্য না,সে কেন্দ্রের নামধারী সদস্য, তার বর্তমান বাস সুদূর গ্রীস।সেখান থেকেই পরিচালনা করে সাব্বির পরিষদ,
অথচ আমরা ভিপি নুরুরের আর্দশে অনুপ্রেরণায় গন অধিকার পরিষদের সাথে যুক্ত হয়েছিলাম, এখন দেখি এটা গন অধিকার পরিষদ না,সাব্বির পরিষদ।
অপর সদস্য জাকির হোসেন বলেন, জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, সাব্বিরের কথা ছাড়া চলেনা,ভাই আমরা রাজনীতি করতে আসছি, কারও পা চাটতে আসিনি,তাই পদত্যাগ করলাম।
যে শাব্বির আওয়ামী ঘরনার রাজনীতির সাথে জড়িত,সে এখন গন অধিকার পরিষদের সদস্য, টাকার বিনিময়ে কমিটি নিজের করে নিয়ে আসে, আহব্বায়ক কমিটি না দিয়ে দিরাই উপজেলা ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা দিয়ে দেয়,ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাব্বিরের ভাই,গন অধিকার পরিষদের আহব্বায়ক সাব্বিরের ফুফাতো ভাই,শাল্লা গন অধিকার পরিষদের আহব্বায়ক সাব্বিরের মামাতো ভাই,ইহা কি কোনো রাজনৈতিক দলের আর্দশ হতে পারে,তাই বাধ্য হয়ে পদত্যাগ করছি। জেলা কমিটি কে বারবার অবহিত করেও কোনো সুরাহ পাইনি।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766