ভারতের আদানির সাথে বিদ্যুৎ চুক্তি বাতিলের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার, ০৫ নভে ২০২৪ ০৮:১১

ভারতের আদানির সাথে বিদ্যুৎ চুক্তি বাতিলের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:-  ভারতের আদানির সাথে বিদ্যুৎ চুক্তি বাতিল ও চীনের প্রস্তাবিত তিস্তা প্রকল্প বাস্তবায়নের সমর্থনে প্রতিবাদ ও মানববন্ধন করেছে UNITY REVOLUTION।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বুলবুল আহমেদ সুজেল, আশফাকুর রহমান চৌধুরী শিমেল, তাজিক আনাম জামি, অপু আলম, মামুম তরফদার, ফাহিম আহমেদ, রায়হান আহমেদ, শাহি উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আদানির সাথে চুক্তি বাতিল করে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ বাড়াতে হবে। ও তার আরো বলেন আদানি গ্রুপের সাথে চুক্তি করার কারণে আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিল বেশি আসছে।
উল্লেখ্য ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করলে ৭ নভেম্বরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে আদানি পাওয়ার।

এ সংক্রান্ত আরও সংবাদ