ফ্যাসিবাদের দুসর চাদাবাজ ও চোরাকারবারিদের প্রতিহত করতে হবে

প্রকাশিত:মঙ্গলবার, ০৫ নভে ২০২৪ ০৮:১১

ফ্যাসিবাদের দুসর চাদাবাজ ও চোরাকারবারিদের প্রতিহত করতে হবে

সুরমাভিউ:-  গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে গত ৪ অক্টোবর সোমবার গোয়াইনঘাট প্রেসক্লাবে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ওসমান গনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুল হক খোকন, জেলা বিএনপির উপদেষ্টা, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান সাংবাদিক এম এ রহিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুমিন, জেলা বিএনপির সাবেক সদস্য, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট নুর আহমদ, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এপিপি এডভোকেট লিয়াকত আলী, উপজেলা বিএনপির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক এপিপি এডভোকেট মোবারক হোসেন, জেলা যুবদলের প্রচার সম্পাদক হারুনুর রশীদ হারুন, এডভোকেট কামাল আহমদ, এডভোকেট আতিকুর রহমান, এডভোকেট মোমিনুল ইসলাম স্বপন, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আমির উদ্দিন।

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান এর পরিচালনায় গোয়াইনঘাট প্রেসক্লাবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বিলাল উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, সাহেদ আহমদ, সদর যুবদলের আহবায়ক জালাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য আলিম উদ্দিন, যুবদল নেতা আব্দুল আলিম, ফতেপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমদ, ফতেপুর ইউপি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমাম ফেরদৌস ডালিম, ইকবাল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান মিজান, পেশাজীবি নেতা নূর আহমদ, ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা ইসমাইল আল মাসুদ প্রমুখ।

মতবিনিময় সভা শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সভায় বক্তরা বক্তব্যে বলেন, গোয়াইনঘাটে বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুসিয়ারী উচ্চারণ করেন। বিএনপি তথা দলের ভাবমুর্তি যাতে ক্ষুন্ন না হয় সেদিকে নেতৃবৃন্দকে সজাগ থাকার আহবান জানান। নেতৃবৃন্দরা আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি সাধারণ মানুষের সেবা করা। শহীদ জিয়ার আদর্শের একজন সত্যিকার কর্মী চাঁদাবাজি কিংবা অবৈধ কর্মকান্ড লিপ্ত হতে পারে না। ফ্যাসিবাদের দুসর চাঁদাবাজ ও চোরাকারবারীদের কে প্রতিহত করতে হবে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ