পূবালী ব্যাংক গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিতে বদ্ধপরিকর – মো. ফজলুল কবীর চৌধুরী

প্রকাশিত:মঙ্গলবার, ০৫ নভে ২০২৪ ১০:১১

পূবালী ব্যাংক গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিতে বদ্ধপরিকর – মো. ফজলুল কবীর চৌধুরী

সুরমাভিউ:-  পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় সিলেট পূর্ব এর সম্মানিত অঞ্চল প্রধান এবং উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল কবীর চৌধুরী বলেছেন, পূবালী ব্যাংক গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের আরো গুনগত সেবা দিতে পূবালী ব্যাংক নানা কার্যক্রম গ্রহন করেছে। এর মধ্যে সারাদেশে প্রতিটি শাখায় ‘ইসলামিক কর্ণার’ স্থাপন অন্যতম। সকলের সম্মিলিত প্রচেষ্ঠা ও সহযোগিতায় পূবালী ব্যাংক পিএলসি দেশের আর্থিক খাতকে আরো এগিয়ে নিতে কাজ করবে।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে পূবালী ব্যাংক পিএলসি কদমতলী শাখায় ‘ইসলামীক ব্যাংকিং কর্নার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কেক ও ফিতা কেটে ‘ইসলামীক ব্যাংকিং কর্নার’ এর শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় সিলেট পূর্ব এর সম্মানিত অঞ্চল প্রধান এবং উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল কবীর চৌধুরী ও অন্যান্য অতিথিবৃন্দ।

কদমতলী শাখার ব্যবস্থাপক মো. সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঞ্চলিক কার্যালয় সিলেট পূর্ব এর সহকারী মহাব্যবস্থাপক উজ্জ্বল হালদার, পূবালী ব্যাংক মহিলা কলেজ ইসলামীক শাখার ব্যবস্থাপক মো. কবিরুল ইসলাম। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারী এবং  সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ