মৌলভীবাজারে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার, ০৪ নভে ২০২৪ ০৯:১১

মৌলভীবাজারে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারে বাংলাদেশ গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম এবং পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এর আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প।
স্থানীয় সরকার এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আব্দুস সালাম চৌধুরী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন গ্রাম আদালতের সেবা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে হবে, আগের সময় এখন আর নাই, সুতরাং গ্রাম আদালতের সেবা নিয়ে সাধারণ মানুষ যাতে সন্তুষ্ট থাকেন সে বিষয়টিকে বিশেষ নজর দিতে হবে।
প্রেজেন্টেশন উপস্থাপন করেন গ্রাম আদালত সক্রয়িকরণ ৩য় পর্যায় প্রকল্প ইপসা সিলেট ও মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাববিুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ ফারুক আলম, জেলা আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, মহিলা অধিদপ্তরের উপপরিচালক শাহেদা আক্তার, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার শাওন মজুমদার সুমন, বাংলাদেশ আনসার ও ভিডিপির সার্কেল এডজুট্যান্ট মোঃ শরিফ উদ্দীন, এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, নাগরকি টিভির জেলা প্রতিনিধি এ.এস.কাঁকন, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরচিালক এস এ হামদি, রুপান্তরের জেলা সমন্বয়কারী শিহাবুল ইসলাম, গ্রাম আদালত সক্রিয় করন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভীনসহ সরকারি ও বেসরকারী উন্নয়ন সংস্থার মৌলভীবাজার জেলার প্রতিনিধিগণ এবং এডসিভি ৩য় র্পযায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারীগণ।

এ সংক্রান্ত আরও সংবাদ