ক্ষমতায় গেলে গাজা যুদ্ধ বন্ধ করবেন কমলা!

প্রকাশিত:সোমবার, ০৪ নভে ২০২৪ ১০:১১

ক্ষমতায় গেলে গাজা যুদ্ধ বন্ধ করবেন কমলা!

আরব আমেরিকানদের ভোট পেতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন নির্বাচনের দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। তারই অংশ হিসেবেই এবার ডেমোক্র্যাট প্রার্থী কমলার মুখেও শোনা গেল গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি।

মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে নির্বাচনী প্রচারণাকালে কমলা বলেন, ‘ক্ষমতায় গেলে গাজা যুদ্ধের অবসান ঘটাতে আমি সব কিছু করব।’

কমলা হ্যারিস বলেছেন, ‘মিশিগান, আমি এখানে আপনার ভোট চাইতে এসেছি। আমরা চাই আপনারা সবাই ভোট দেবেন। এই নির্বাচনে আপনারা পার্থক্য তৈরি করবেন।’

এদিকে সিএনএনের এক জরিপ বলছে, কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের ব্যবধান মিশিগানে তেমন নেই। কমলা হ্যারিস মাত্র এক শতাংশ এগিয়ে আছেন ট্রাম্পের চেয়ে।

এর আগে গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় আরব-সংখ্যাগরিষ্ঠ শহর ডিয়ারবোর্নে নির্বাচনী প্রচারণা চালান।

এ সংক্রান্ত আরও সংবাদ