২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৩ নভে ২০২৪ ০৬:১১
সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জের ধোপাজান নদীতে পরিবেশ বিধ্বংসী ড্রেজার ও বোমা মেশিন দিয়ে বালু পাথর উত্তোলন বন্ধ ও সনাতন পদ্ধতিতে শ্রমিকের মাধ্যমে বালু পাথর উত্তোলনের দাবি জানিয়েছে ইঞ্জিন চালিত নৌকা ও বালু উত্তোলনকারী শ্রমিক সমবায় সমিতি।
রবিবার দুপুরে বিশম্ভরপুর উপজেলার জিনারপুর বাজারে এক মতবিনিময় সভায় এই দাবি জানান নৌকা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জানান, ইজারাবিহীন ধোপাজান নদীতে পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন বন্ধ করে সনাতন পদ্ধতিতে শ্রমিকদের বালু পাথর উত্তোলনের সুযোগ দেওয়া হোক।বালু পাথর উত্তোলন না করতে পারলে ২০ হাজার শ্রমিক পরিবার নিয়ে বেকার হয়ে পড়বে। নদীতে অবৈধ ড্রেজার বন্ধ করে শ্রমিকের কাজের সুযোগ দিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন শ্রমিকরা।
সভায় বক্তব্য রাখেন ইঞ্জিন চালিত নৌকা সমবায় সমিতির সভাপতি হাফিজুর রহমান, ইউপি সদস্য ফারুক মিয়া, বালু পাথর শ্রমিক মমিন মিয়া, লিটন মিয়া প্রমুখ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766