সিলেটস্থ ছাতক সোশ্যাল ফোরামের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবর্ধনা

প্রকাশিত:রবিবার, ০৩ নভে ২০২৪ ০৯:১১

সিলেটস্থ ছাতক সোশ্যাল ফোরামের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবর্ধনা

সুরমাভিউ:-  সিলেটস্থ ছাতক সোশ্যাল ফোরামের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে শহীদ সোলেমান হলে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। নানা আয়োজনের মধ্যে ছিল আনন্দ র‌্যালি, কেক কাটা, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ফোরামের সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ওয়াহিদুল হক, এডভোকেট রেজাউল করিম তালুকদার, এডভোকেট শফিকুল ইসলাম, মাওলানা আনোয়ার উল্লাহ, আরিফ খান, ফোরামের সিনিয়র সহ-সভাপতি আবু হুরায়রা সুরত, সহ-সভাপতি মিজানুর রহমান জাবেদ ও নজমুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক হোসাইন তালুকদার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আমজদ, কোষাধ্যক্ষ আমির হোসেন, সদস্য সাদিকুর রহমান খোকন, পাশবী চৌধুরী লিলি, কুহেলী রায় মুক্তা, বিকাশ সাহা প্রমুখ।

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা করম আলী, সিলেটী আঞ্চলিক গান পরিবেশন করেন শিল্পী ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী। নাটিকা পরিবেশন করেন ক্ষুদে শিল্পীরা।

এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ২০জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি তাদেরকে দেওয়া হয় নগদ অর্থসহ শিক্ষা উপকরণ। বাদ আসর শহীদ সোলেমান হল থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর চৌহাট্টা সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানে মিলিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে সিলেটস্থ ছাতক সোশ্যাল ফোরাম। এলাকার শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতা করে তাদেরকে প্রতিষ্ঠিত হতে অনুপ্রেরণা জোগাচ্ছে। সামাজিক দায়বদ্ধতায় আগামীতে আরও বিস্তৃত পরিসরে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।