খাসদবীর থেকে পরিত্যক্ত গাড়ি উদ্ধার! পুলিশের কাছে হস্তান্তর

প্রকাশিত:রবিবার, ০৩ নভে ২০২৪ ০৫:১১

খাসদবীর থেকে পরিত্যক্ত গাড়ি উদ্ধার! পুলিশের কাছে হস্তান্তর

সিলেটের খাসদবীর থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়ি উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।

রবিবার (৩ নভেম্বর ) সিলেট খাসদবীর বাগানের পাশ একটি কলোনি থেকে কারটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান গত কয়েক মাস থেকে প্রাইভেট কারটি উদ্ধার উন্মুক্ত স্থানে কে বা কারা রেখে চলে যায় আজ উদ্ধারকৃত কারটি এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ সময় স্থানীয় বাসিন্দা হুমায়ুন আহমেদ মাসুক, মামুন আহমেদ মিন্টু,ময়নুল ইসলাম,আসাদ আহমদ,সুলতান বক্স মনসুর,মঞ্জুরুল করিম তুহিন,সাহেল আহমেদ নয়ন, সজিবুর রহমান রুবেল, উদ্ধারকৃত গাড়ি আম্বরখানা ফাড়ির অফিসার শাহাবুদ্দিন এর কাছে হস্তান্তর করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ