মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ০২ নভে ২০২৪ ০৯:১১

মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগীতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার সদর উপজেলার সোনার বাংলা আদর্শ ক্লাবের উদ্যোগে ৬ষ্ঠ মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর শনিবার সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয় ও সাধুহাটি ফজলুল হাসান ক্যাডেট মাদ্রাসায় দুটি কেন্দ্রে অনুষ্ঠিত তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠানের ৬শ ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন, মোহাম্মদ ফজলুর রহমান জেলা শিক্ষা অফিসার,মোঃ রেজাউল করিম, প্রশাসনিক কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়, সিনিয়র সাংবাদিক মোঃ তাজুদুর রহমান, আবু মিয়া চৌধুরী-চেয়ারম্যান ১ নং খলিলপুর ইউনিয়ন পরিষদ, আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ,জয়নাল মিয়া, বিমল গোস্বামী, শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই সোহাগ আহমেদ, ক্লাবের সাবেক সভাপতি আলী আহমেদ দিলু, সাবেক সাধারণ সম্পাদক সাম্মু চোধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি রিপন মিয়া, সহ-সভাপতি হাফিজ জুবায়ের আহমেদ, নাজমুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ টিপু, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ, অর্থ সম্পাদক-হুমায়ুন কবির, প্রচার সম্পাদক রাজন মিয়া, হাসান মিয়া, ইয়ারুপ মিয়া, পবলু আহমেদ, মামুনুর রশীদ মাসুম, সুফায়েল আহমেদ, আরিয়ান আহমেদ, সজিব আহমেদ, মুহাম্মদ আলি, নেছার আহমেদ, ফয়েজ আহমেদ, ইমরুল হাসান ইমাদ, জায়েফ আহমেদ,ন য়ন দেব প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ