জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ০২ নভে ২০২৪ ০৮:১১

জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

সুরমাভিউ:-  ইসলামী শাসন প্রতিষ্ঠা ছাড়া মানব রচিত আইন দিয়ে জনসাধারণের জানমালের নিরাপত্তা কেউ দিতে পারবে না। আওয়ামী লীগ ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করে আমলে উলামা, ছাত্র জনতাকে হত্যা করে ক্ষমতায় থাকতে হয়েছিল। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে। ক্ষমতায় গিয়ে প্রতিহিংসা, জুলম, নির্যাতন ও বাকস্বাধীনতা হরন করে যারা শাসন করেছে তাদের পরিণতি বিশ্ববাসী দেখেছেন, ইসলামি শাসন ছাড়া কখনো দেশ ও দেশের মানুষের কল্যাণ বয়ে আনতে পারেনা। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উৎখাত করতে গিয়ে আজ আওয়ামী লীগই দেশের ক্ষমতা ও রাজনীতি থেকে উৎখাত হয়েছে। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেও ইসলামি আন্দোলন থেকে দমিয়ে রাখা যায়নি । বিভাজন সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তি সুখী সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

শনিবার (২নভেম্বর) বিকেল ৩টায় সৈয়দপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের উদ্যোগে জনশক্তি সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

সমাবেশে বক্তারা, গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বিভাজন ভুলে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ আব্দুল আলীর সভাপতিত্বে ও ইউনিয়ান সেক্রেটারি মির্জা মুস্তাকীম আহমদ ও সহকারী সেক্রেটারি হাফিজ সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা তোফায়েল আহমদ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের শিল্প ও বানিজ্য সেক্রেটারি এডভোকেট রেজাউল করিম তালুকদার,  সিলেট মহানগর জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মুফতি আলী হায়দার, সিলেট মহানগর জামায়াতের পেশাজীবি থানা আমীর এডভোকেট ইয়াসিন খান, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, ইসলামি ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস, জগন্নাথপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার মো, আবু তাইদ, জগন্নাথপুর উপজেলা পূর্ব ইসলামি ছাত্র শিবিরের সভাপতি আবু তাহের সিদ্দিক।

সি‌লেট মহানগর শ্রমিক কল‌্যান নেতা শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর শ্রমিক কল‌্যাণ ফেডারশ‌নের সভাপ‌তি দে‌লোয়ার হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মুক্তা‌দির খা‌লেদ, পৌর জামা‌য়াতের সভাপ‌তি আব্দুল কাইয়ুম, কলক‌লিয়া ইউ‌নিয়ন জামায়াতের সভাপ‌তি মাওলানা লুৎফুর রহমান, পৌর জামা‌য়াতের সা‌বেক‌ সভাপ‌তি আবুল হো‌সেন মোহাম্মদ ওয়ালী উল্লাহ,  বিআইডব্লিউ’র সভাপতি জামাল উদ্দিন বেলাল, আশারকা‌ন্দি ইউ‌নিয়ন সভাপ‌তি মাওলানা নেকবর আহমদসহ জামায়াতে ইসলামী ইসলামি ছাত্র শিবিরের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।

জনশক্তি সমাবেশে জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের দায়িত্বশীলসহ সহস্রাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ