৮ দফা দাবিতে সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সমাবেশ

প্রকাশিত:শুক্রবার, ০১ নভে ২০২৪ ০৭:১১

৮ দফা দাবিতে সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সমাবেশ

সুরমাভিউ:-  অবিলম্বে নি¤œতম মজুরি বোর্ড গঠন করে বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যায্য মজুরি ঘোষণা ও প্রেস/মুদ্রণ শিল্পে শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন এবং প্রেস শ্রমিক ইউনিয়নের ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ১ নভেম্বর’২৪ শুক্রবার বিকেল ৪টায় কোর্ট পয়েন্টে সমাবেশ করে সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট: ২৪৯৭)।

জিন্দাবাজার আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মুজিবুর রহমান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নওয়াব আহমদ-এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি আবুল কালাম আজাদ সরকার।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ (শান্ত), সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন এর যুগ্ন সম্পাদক মনির হোসেন, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মির আজাদ, বারুতখানা আঞ্চলিক কমিটির সভাপতি রতন চন্দ্র রায়, লালদীঘির পাড় আঞ্চলিক কমিটির সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, সদস্য জাবেদ মিয়া, সাইফুল ইসলাম, আনিস, সোহরাব, রুমান, রিমন আহমদ, হাবিবুর রহমান মুন্না, ইমন আহমদ, মো. সুজন মিয়া, মো সোহেল হোসেন, নুরুননবি বিদুৎ, সোলেমান আহমদ, সোহেল হোসাইন, আবুল হোসেন, শাহীন আহমদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মুহিদুল ইসলাম, ক্রিড়া সম্পাদক সুনু মিয়া (সাগর) বন্দর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি মো. সাহাব উদ্দিন।

বক্তারা বলেন প্রেস শ্রমিক ইউনিয়ন তার প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছে। আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৪ জুলাই ২০২২ সনে সরকার প্রেস সেক্টরে নি¤œতম মজুরি হারের গেজেট (এসআরও নং ২৪৬ আইন/২০২২) প্রকাশ করে। কিন্তু গেজেট প্রকাশের ৩ বছর হতে চললেও অদ্যাবধি তা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছেনা। প্রতি ১ বছর অন্তর মূল বেতনের ৫% ইনক্রিমেন্ট বৃদ্ধি করার বিধান থাকলেও তা বাস্তবায়ন হচ্ছেনা। যার ফলে বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির এই সময়ে প্রেস শ্রমিকরা নিদারুন দুঃখ-কষ্টে মানবেতরভাবে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। একাধিকবার শ্রমিকদের ৮ দফা দাবি বাস্তবায়নের প্রেক্ষিতে মালিকদের নিকট স্মারকলিপি/চিঠি/বৈঠক করেও কার্যকর কোনো সমাধান হয়নি। এমতাবস্থায় শ্রমিকদের দাবি আদায়ের একমাত্র পথ রাজপথ বেঁছে নিতে বাধ্য হয়। নেতৃবৃন্দ শ্রমিকদের ৮দফা দাবি আদায়ের প্রেক্ষিতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবং প্রেস শ্রমিক ইউনিয়নের দাবি আদায়ে সকল প্রেস শ্রমিকদের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান।

৮ দফা দাবি নি¤œরুপ

১. অবিলম্বে প্রেস শিল্প সেক্টরে সরকার  ঘোষিত নি¤œতম মজুরি (এসআরও নং ২৪৬-আইন/২০২২) কার্যকর করতে হবে। গত ১৪ জুলাই ২০২২ হতে প্রাপ্য বকেয়া মজুরি ও ক্ষতিপূরণ আইনানুযায়ী পরিশোধ করতে হবে।
২. প্রতি বছর মাসিক মূল মজুরির সমহারে দুটি উৎসব ভাতা এবং মজুরির ৫০ শতাংশ হারে নববর্ষ ভাতা প্রদান করতে হবে।
৩. প্রতিদিন বিশ্রাম ও খাবারে  জন্য দুপুর ১ টা হতে ২ টা পর্যন্ত এবং রাতের শিফটে রাত ৮ টা থেকে ৯ টা পর্যন্ত ১ ঘন্টা বিরতি দিতে হবে। দৈনিক ৮ ঘন্টার অতিরিক্ত কাজ  করানো যাবে না এবং শ্রম আইনের ১০৮ ধারা অনুযায়ী দৈনিক সর্বোচ্চ ২ ঘন্টা ওভার টাইমের জন্য দ্বিগুণ মজুরি প্রদান করতে হবে।
৪. বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ৫ ধারায় নিয়োগপত্র, ৬ ধারায় সার্ভিস বই, ১০৩ ধারায়  সপ্তাহে দেড়দিন সাপ্তাহিক ছুটি, ১১৫ ধারায় বছরে ১০ দিন নৈমিত্তিক  ছুটি, ১১৬ ধারায় ১৪ দিন অসুস্থ্যতার ছুটি, ১১৭ ধারায় প্রতি ১৮ দিন কাজের জন্য ১ দিন অর্জিত ছুটি, ১১৮ ধারায় ১১ দিন উৎসব ছুটি প্রদানসহ শ্রমআইনের যথাযথ বাস্তবায়ন করতে হবে।
৫. কাজের ক্ষেত্রে কোন ধরনের অনিচ্ছাকৃত ত্রæটির জন্য বেআইনী জরিমানা আদায় বন্ধ করতে হবে।
৬. আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহান মে দিবস-আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে ১ মে স্ববেতনে সর্বাতœক ছুটি কার্যকর করতে হবে।
৭. সকল শ্রমিকদের কাজের পোষাক, উপযুক্ত কর্মপরিবেশ ও কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা প্রদান করতে হবে। যখন-তখন শ্রমিক ছাঁটাই বন্ধ, শ্রমিকদের উপর সকল ধরনের নির্যাতন বন্ধ করতে হবে।
৮. শ্রমিকদের কর্মসংস্থানে সুবিধাজনক জায়গায় বিশুদ্ধ পানি ও টয়লেটের ব্যবস্থা করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ