২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ০১ নভে ২০২৪ ০৮:১১
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:- হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলার পশ্চিমভাগ কবরস্থান থেকে ৪টি মেছোবাঘের ছানা উদ্ধার করেছে স্থানীয় যুবকেরা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর)দুপুরে বৃষ্টি হওয়ায় কবরস্থান মা মেছো বাঘ সদ্য জন্ম দেয়া ৪টি বাচ্চা নিয়ে কবরস্থান থেকে বের হতে চাইলে যুবকদের নজরে আসে। পরে কয়েকজন যুবক দাওয়া করে সন্ধ্যার দিকে ৪টি মেছো বাঘের ছানা উদ্ধার করে।
এ বিষয়ে ইমরান মিয়া জানান, দুপুরে বৃষ্টি হলে কবরস্থান থেকে একটি বড় বিড়াল (মেছো বাঘ) ৪টি বাচ্চা নিয়ে বের হতে চাইলে আমরা কয়েকজন সন্ধ্যার দিকে ৪টি মেছো বাঘের বাচ্চা ধরি। আমার কাছে ১টি আছে। শুনছি একটি মারা গেছে আর বাকি ২টি পশ্চিম ভাগ বাজারে আছে।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক জানান, মেছোবাঘ ধরার খবর শুনেছি। যারা যোগাযোগ করেছে তাদের বলছি মেছোবাঘ গুলোকে মাছ খাইয়ে রাখার জন্য।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766